ঈদ উল ফিতর ২০২৩ কত তারিখে
ঈদ উল ফিতর ২০২৩ কত তারিখে জানুন আমাদের এই পোস্ট থেকে। আসন্ন ২০২৩ সালের রোজার ঈদ কবে এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। গুগলে অসংখ্য মানুষ খুজার চেষ্টা করছেন বিষয়ে। ঈদ উল ফিতর 2023 ছোট ঈদ কত তারিখে হবে। মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব বছরে ২টি। একটি হলো ঈদ উল আযহা ও ঈদ উল ফিতর। ২০২৩ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ উল ফিতর। এর আগে আমরা ইতিমধ্যেই পবিত্র রমজান মাসের ক্যালেন্ডার ২০২৩ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখনও যারা রমজানের সময়সূচী দেখতে চান তারা এখান থেকে দেখে নিতে পারেন। রমজানের ক্যালেন্ডার ২০২৩।
মুসলিমরা এখন পবিত্র রমজান মাসে সিয়াম পালন করছেন। রমজান মাসে রোজা রাখার পরই ঈদ উল ফিতর উদযাপন করে থাকনে মুসলমানরা। ২০২৩ সালের রমজান মাসের সময়সূচী অনুযায়ী মুসলিমরা গত ২৪ মার্চ শুক্রবার থেকে রোজা পালন করছেন। তবে অনেকেই দ্বিদা দ্বন্ধে রয়েছেন কবে হবে এবারের ঈদ। এবার কতটি রোজা পালন হবে , এবার কি ২৯টি রোজা হবে নাকি ৩০ টি হবে। এবার কত তারিখে ঈদ হবে জানতে হলে আপনাকে এই আর্টিকেলটি পড়তে হবে তাহলে আপনি সঠিক তথ্য জানতে পারবেন।
ঈদ উল ফিতর ২০২৩ | ২০২৩ সালের রোজার ঈদ |
শিরোনাম | ঊদ উল ফিতর ২০২৩ কত তারিখে |
কত তারিখে ঈদ উল ফিতর | ২২ এপ্রিল শনিবার (যদি ২৯ রোজা হয়) |
২০২৩ সালে কতটি রোজা হবে | ২৯ টি |
রোজার ক্যালেন্ডার জানুন | এখান থেকে |
ঈদ উল ফিতর ২০২৩ কত তারিখে
ঈদ উল ফিতর ২০২৩ কত তারিখে। জানা গেছে এই বছর রোজা ২৯টি পালিত হবে । যদি ২৯ টি রোজা হয় তবে ২০২৩ সালের ঈদ উল ফিতর আগামী ২২ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে। যদিও এটি চাদ দেখার উপর নির্ভর করবে। কারণ ২৯ রোজার পরও যদি চাদ দেখা না যায় তবে ৩০টি রোজা হবে তাহলে ২৩ এপ্রিল রবিবার ঈদ উল ফিতর পালিত হবে। এজন্য আমরা আপনাদেরকে ঈদ উল ফিতরের তারিখ জানতে ২৯ রোজা পর্যন্ত অপেক্ষা করতে বলছি। তবে আমরা আপনাকে এতটুকু জানাতে পারি এবছর ২৯টি রোজা অনুষ্ঠিত হবে এই মতই দিয়েছেন অনেকেই।
উপসংহার: প্রিয় ভিজিটর, আমরা আজকের এই পোস্টে, ঈদ উল ফিতর ২০২৩ কত তারিখে হবে এই বিষয়ে জানানোর জন্য চেষ্টা করেছি। অনেকেই গুগলে সার্চ করে জানতে চেয়েছেন ২০২৩ সালের ঈদ উল ফিতর কত তারিখে হবে। এবার ছোট ঈদ কত তারিখে হবে। আমরা ইতিমধ্যেই উপরের এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এই তথ্য আপনাদের কাছে হেল্পফুল হবে এবং আপনারা সঠিক তথ্য জানতে পেরেছেন।